তাহলে আপনার পূণ্যময় যাত্রাকে আরো সমৃদ্ধ এবং সাবলীল করতে আমরা একটি ছোট্ট আয়োজন করেছি। হজ্ব অথবা উমরাহ তে যাওয়ার পূর্বে এর সরঞ্জাম ব্যবস্থা করতে অনেক ক্ষেত্রে বেগ পেতে হয়। আর তাছাড়া এসময়ে একজন হাজ্বী আসন্ন হজ্ব বা উমরাহ পালনের নিয়ম কানুন শিক্ষার প্রতি বেশী গুরুত্ব দিয়ে থাকেন তাই অন্যান্য কাজে নিজেকে আবদ্ধ না করাই তাদের কাছে শ্রেয়। আবার অনেক সময় সব কিছু একত্রে পাওয়া যায় না, আর পেলেও ভালো মন্দ যাচাই করার সুযোগ হয় না। যেহেতু হজ্ব ও উমরাহ সামগ্রীগুলো ভালো খারাপ দুই ধরনেরই রয়েছে। তাই আমরা হজ্ব ও উমরাহ গমনেচ্ছুদের জন্য অত্যন্ত ভালো মানের পরিপূর্ণ একটি হজ্ব ও উমরাহ কিটের প্যাকেজ তৈরী করার চেষ্টা করেছি, যার মধ্যে হজ্ব এবং উমরাহ এর প্রয়োজনীয় সকল গুনগত মানের সামগ্রী একত্রিত করা হয়েছে।প্যাকেজটি আপনার অথবা আপনার নিকটের কারো হজ্ব ও উমরাহ যাত্রা কে খানিকটা সহজ করবে বলে আশা রাখি ইংশা আল্লাহ।